Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
A meeting was held with the participation of stakeholders to establish good governance at the initiative of BHBFC.
Details

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ বিকাল ৪.০০ ঘটিকায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে এবং উপ-মহাব্যবস্থাপক মো. বদিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো. আজিমুদ্দিন বিশ্বাস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নান। সভায় অন্যান্যদের মধ্যে কর্পোরেশনের শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক জনাব আক্তার হোসেন, সিলেট, চট্টগ্রাম ও দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার, ঋণ গ্রহীতা এবং স্টেক হোল্ডারগণ উপস্থিত ছিলেন।

সভায় কর্পোরেশনের নানা বিষয় নিয়ে ঋণ গ্রহীতা এবং স্টেক হোল্ডারগণদের মধ্যে বক্তব্য রাখেন এ. এন. এম. ওয়াহিদুজ্জামান, নূপুর রানী সেন, আকলিছ মিয়া, মো. সাইফুজ্জামান চৌধুরী, কিরণ চন্দ্র দেবনাথ, মো. ফজলুল হক। গণমাধ্যকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদ, দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, দৈনিক ইনকিলাব পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মো. আনোয়ার হোসেন জসিম প্রমুখ।

আয়োজিত সভায় দ্রুত ঋণ প্রদান এবং সুদ হার কমানো সংক্রান্ত ইত্যাদি বিষয়ে ঋণ গ্রহীতা এবং স্টেক হোল্ডারগণ আলোচনা করেন।

প্রধান অতিথি জনাব মো. আজিমুদ্দিন বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে যত আর্থিক প্রতিষ্ঠান ঋণ দান করে থাকে, সেসব প্রতিষ্ঠানের মধ্যে খুবই কম সুদে ১২টি প্রোডাক্টের উপর বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ঋণ প্রদান করে। প্রতিবছর প্রতিষ্ঠানটির বিতরণকৃত ঋণের পরিমাণ এবং গ্রাহক সংখ্যা বাড়ছে বলে তিনি জানান। সুশাসন, শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ও প্রতিকার বিষয়ে জানতে এ ধরনের সভা, সমাবেশ ও কর্মশালা আয়োজন করার উপর তিনি গুরুত্বারোপ করেন।

Attachments
Publish Date
20/04/2024
Archieve Date
30/04/2026