মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন, শ্রীমঙ্গল শাখা।
শনিবার (১৮ জানুয়ারি, ২০২৫ খ্রি.) শ্রীমঙ্গল উপজেলার ৮ নং কালীঘাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে এই ‘শীতবস্ত্র (কম্বল)’ বিতরণ করা হয়।
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) সিলেট জোনের জোনাল ম্যানেজার জনাব মো: মখলেছুর রহমান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচবিএফসি শ্রীমঙ্গল শাখার ম্যানেজার জনাব আক্তার হোসেন। এছাড়াও এসময় অফিসের সহকারী প্রকৌশলী জনাব রান্টু লাল দাস তালুকদার এবং সিনিয়র অফিসার জনাব মো. জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের অনুমোদন মোতাবেক, ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে দেশের অন্যান্য এলাকার ন্যায় অত্র অঞ্চলে দুঃস্থদের মাঝে শীতবস্ত্রসমূহ বিতরণ করে বিএইচবিএফসি কর্তৃপক্ষ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস